- সারাদেশ
- ফরিদপুরে গরমে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা
ফরিদপুরে গরমে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

রোগী নিয়ে হাসপাতালে স্বজনদের ভিড়
তীব্র গরম আর দিনরাত উচ্চ তাপমাত্রা সপ্তাহজুড়ে। আর এতে প্রতিদিন বাড়ছে ফরিদপুরে শিশু রোগীর সংখ্যা। ফরিদপুর শিশু হাসপাতালে গত সাত দিনে আউটডোরে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়েছে রোগী। তাদের অধিকাংশ ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, হাত-পায়ে চুলকানি সমস্যা জনিত কারণে হাসপাতালে আসে।
শনিবার শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসাপতালে গিয়ে দেখা যায়, জেলা সদর ও আশপাশের এলাকা থেকে অভিভাবকরা তাদের অসুস্থ শিশু সন্তান নিয়ে আউটডোরে ভিড় করেছেন চিকিৎকের পরামর্শ নিতে। ভর্তি হওয়া রোগীও হয়েছে দ্বিগুণ।
শিশু হাসপাতালের তথ্য মতে, গত সাত দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শুধু গরমের কারণে অসুস্থ হয়ে আউটডোরে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০।
শহরতলীর বাখুন্ডা থেকে অসুস্থ শিশু মেয়ে ইমাকে (৩) নিয়ে হাসপাতালে এসেছেন গৃহবধূ সাফিয়া বেগম। তিনি জানান, শনিবার দুপুরে মেয়েকে নিয়ে শহরের শিশু হাসপাতালে আসেন। দুদিন হলো বাচ্চার ঠান্ডাজনিত জ্বর হয়েছে। ডাক্তার দেখানো হয়েছে।
তিনি জানান, তার মতো অনেক মা বাবা তাদের শিশুদের নিয়ে ভিড় করছেন ওই হাসপাতালে।
তবে ফরিদপুর অঞ্চলের বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এতে ভয় পাওয়ার বা শঙ্কিত হবার কোনো কারণ নেই। শিশুদের অভিভাবকরা একটু সচেতন হলেই সাময়িক এই সমস্যা থেকে উত্তোরণ সম্ভব।
ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসাপতালে চিকিৎসক মৃত্যুঞ্জয় সাহা স্বপন বলেন, ‘গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই প্রায় ৪০০ থেকে ৫০০ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।’
তিনি বলেন, ‘এই সময়ে শিশুরা যেন ঘরের বাইরে না যায়। তাদের পর্যাপ্ত পানি, মৌসুমী ফল ও স্যালাইন খাওয়ানো যেতে পারে। প্রয়োজনে চিকিৎকের পরামর্শ নিতে হবে।’
মন্তব্য করুন