- সারাদেশ
- ভারত ঘুরতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি পর্যটকের
ভারত ঘুরতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি পর্যটকের

বন্ধুদের সঙ্গে ভারতে ঘুরতে গিয়ে পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই নারী পর্যটকের নাম সোহরত জাহান (২৬)। তিনি ঢাকা ক্যান্টর্নমেন্ট এলাকার বাসিন্দা মুনশি শাহজাহানের মেয়ে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সোহরত জাহানের মরদেহ হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বন্ধুদের বরাত দিয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, গত ৮ জুলাই সোহরত জাহান ও তার কয়েকজন বন্ধু মিলে সিলেটের তামাবিল দিয়ে ভারতের মেঘালয় ভ্রমণে যায়। ভ্রমণের একপর্যায়ে গত ১৫ জুলাই তারা মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিলস জেলার চেরাপুঞ্জি এলাকায় যান।
সেখানে 'ওয়েই সাওডং' নামক একটি পর্যটন স্পটে ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় সোহরত পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মেঘালয় রাজ্য পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোহরত জাহানের মরদেহ তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ'র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এ সময় তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ, ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন