- সারাদেশ
- ৭৫০ এর ভাড়া দেড় হাজার, পরিবহন মালিককে অর্ধলাখ টাকা জরিমানা
৭৫০ এর ভাড়া দেড় হাজার, পরিবহন মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

ছবি: সমকাল
বাগেরহাটে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার দায়ে বলেশ্বর পরিবহনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে অভিযান চালিয়ে এই অর্থদণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিবি করিমুন্নেছা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বলেশ্বর নামের একটি পরিবহন বাগেরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ঈদ ও পরবর্তী সময়ে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছিল। যাত্রীদের টিকিট দেখে বিষয়টি নিশ্চত হওয়া যায়। নিয়মিত এই পথে ৭৫০ টাকা ভাড়া নেওয়া হলেও ঈদের আগ থেকে ১ হাজার ৫০০ টাকা আদায় করছিলেন মালিকপক্ষ।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাস কাউন্টারে উপস্থিত যাত্রীদের টিকিট দেখে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান পাওয়া যায়। এদের মধ্যে বলেশ্বর পরিবহণের একটি গাড়ি থামানো হয়। তারা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছিল। পরে ওই পরিবহন মালিককে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মন্তব্য করুন