সাপের অভয়ারণ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদযাপন হয়েছে বিশ্ব সাপ দিবস। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ভেনম রিসার্চ সেন্টারের সহযোগিতায় স্নেক অ্যাওয়ারনেস টিমের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে দিবসটি উদযাপন হয়।

এ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সাপ নিয়ে জনসচেতনতামূলক মাইকিং করা হয়। সাপের উপকারিতা, বিষধর ও অবিষধর সাপের পরিচিতি, সাপের আক্রমণ ও সাপকে রক্ষার নানা তথ্য তুলে ধরা হয় এই কার্যক্রমে। এছাড়া বিষধর সাপের ব্যানার প্রদর্শনী, অবিষধর সাপের পরিচিতি এবং সর্পবিষয়ক করণীয় সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

সাপ দিবস উদযাপনে শিক্ষার্থীদের উৎসাহ দিতে অংশগ্রহণ করেন প্রাণিবিদ্যা বিভাগ শিক্ষকরা।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, সাপ নিয়ে মানুষের কুসংস্কার পরিবর্তন ও গণসচেতনতা দরকার।

প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইব্রাহীম আল হায়দার বলেন, মানুষের নিজেদের প্রয়োজনে সাপকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবস পালন করা উচিত।