- সারাদেশ
- রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানজালাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। হানজালা উপজেলার পাচাইখা এলাকার শফিউদ্দিন শফির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানজালার সঙ্গে ওবায়দুর ও মহিন গ্রুপের বিরোধ চলে আসছিল। দুপুরে তার পক্ষের ফাহিমের সঙ্গে প্রতিপক্ষ ওবায়দুর ও মহিন গ্রুপের পায়েলের বাগ্বিতণ্ডা হয়। ফাহিম রেগে গিয়ে পায়েলকে থাপ্পড় মারেন। এতে দু'জনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ ঘটনার মীমাংসা করতে ওবায়দুর ও মহিন সন্ধ্যার দিকে হানজালাকে তাঁদের শিংলাবো অফিসে ডাকেন। তিনি সেখানে গেলে মীমাংসা চেষ্টার এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় হানজালাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের কালাম, ইসমাইল, সোহাগ ও সুজন আহত হয়েছেন। ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এ সভাপতির পরিবারের দাবি, ওবায়দুর ও মাহিন পরিকল্পিতভাবে হানজালাকে ডেকে নিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজ জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা হানজালার ডান হাতের রগ কেটে ফেলে। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন