চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকানকে অবশেষে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে বদলি করা হয়েছে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ জারির পাঁচ দিনের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় পরদিন থেকে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য হবে। 

গত ১৪ জুলাই সমকালের শেষ পৃষ্ঠায় 'বহাল তবিয়তে দুর্নীতির হোতা ফোরকান' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেন।

ফোরকানের বিরুদ্ধে সর্বশেষ গত জুনে হাসপাতালের জন্য আটটি আইসিইউ বেড, আটটি ভেন্টিলেটর ও একটি কার্ডিয়াক পেশেন্ট মনিটর কেনার বকেয়া বিল বাবদ ৫ কোটি ৩৭ লাখ টাকার ব্যয় মঞ্জুরি আদেশ জালিয়াতির মাধ্যমে ছাড়করণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনে। পরে তাকে সকল ধরনের আর্থিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৩০ জুন ফোরকানসহ এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর তিন সদস্যের একটি কমিটি গঠন করে। ভুয়া স্বাক্ষর থেকে শুরু করে জালিয়াতির পুরো ঘটনায় ফোরকানকে দায়ী করে সম্প্রতি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় কমিটি। ফোরকানের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়মের অন্তত আরও ৩৭টি অভিযোগ রয়েছে।