সুনামগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর একটি দল। 

গ্রেপ্তার মানিক মিয়া (২৩) তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে। তিনি ওই কলেজছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।

র‍্যাব জানিয়েছে, শুক্রবার সকাল সোয়া ৭টায় শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকা দিয়ে টিউশনি করতে যাচ্ছিলেন ওই ছাত্রী। এ সময় পেছন থেকে এসে মানিক মিয়া তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে অশালীন অঙ্গভঙ্গি করে তাড়া করেন। মেয়েটি দৌড়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে লোকজনকে ডাকাডাকি করলে মানিক দৌড়ে পালান। 

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিন আহমেদ জানান, গভীর রাতে মানিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতে নির্যাতিতা ছাত্রী মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। আজ শনিবারের মধ্যেই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।