হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী ট্রাকের চাপায় আব্দুল কাইয়ুম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের হাজি জালাল উদ্দীনের ছেলে। 

শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই মাসুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।