- সারাদেশ
- বিয়ের দাবিতে অনশন করা নারীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২
বিয়ের দাবিতে অনশন করা নারীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে অনশনে বসা এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনিরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
গত ১৮ই জুলাই সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বাইশটেকী দেওয়ান বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসা এক সন্তানের জননী রোকসানা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জুলাই নিহতের ছোট ভাই এনামুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
২২ জুলাই রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোনারগাঁয়ের বাইশটেকীর মৃত রাইজউদ্দিন ওরফে রাজু মিয়ার ছেলে মো. মনির হোসেন ও মো. আমির হোসেনকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকা হতে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, রোকসানা আক্তারের স্বামীর সঙ্গে ৭-৮ বছর আগে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতে ছিলেন। সেখানে সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের দেওয়ান বাড়িতে জামদানী শাড়ী তৈরির কাজ করতেন। সেখানে মনির হোসেনের সঙ্গে তার প্রেম হয়। এরপর ১৮ জুলাই বিয়ের দাবিতে রোকসানা মনিরের বাড়িতে অনশনে বসেন। এসময় মনিরের বাড়ির লোকজন তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ মামলার তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে আসামিদের হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন