- সারাদেশ
- ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

আগুনে পুড়ে যাওয়া বসতঘর- সমকাল
চট্টগ্রামের চন্দনাইশে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম মমতাজ বেগম (৬০)। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
হাশিমপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক জানান, ৮নং ওয়ার্ড এলাকার মাও. আবদুল হামিদের বসতঘরে গত রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এসময় বাড়ির সকল সদস্য নিরাপদে বের হতে পারলেও আবদুল হামিদের বোন মমতাজ বেগম বের হতে পারেননি। এতে ঘরের ভেতরে আগুনে পুড়ে অঙ্গার হয় মমতাজ বেগম। মমতাজ বেগম তার ভাই আবদুল হামিদের ছেলের বিয়ে উপলক্ষে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে বেড়াতে এসেছিলেন। বৃদ্ধা মমতাজ ৭নং ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী।
ইউপি চেয়ারম্যান আরও জানান, পুড়ে যাওয়া বাড়িটি একপাশে অবস্থিত হওয়ায় এবং রাস্তাঘাট সরু হওয়ায় অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যেতে পারেননি। ফলে চোখের সামনেই পুরো বসতঘর, বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল আলম জানান, গত সপ্তাহে মাও. আবদুল হামিদের ছেলের বিয়ে ছিলো। বিয়ে উপলক্ষে তার বোন বৃদ্ধা মমতাজ বেগম বেড়াতে এসেছিলেন। ঘটনার রাতে আবদুল হামিদের বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সবাই বের হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধা চোখে একটু কম দেখতেন এবং অসুস্থতা জনিত কারণে হয়তো বের হতে পারেননি। এতে ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বৃদ্ধার পরিবারে ২০ হাজার এবং চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজারসহ ২২ হাজার টাকা প্রদান করেন। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ২ বস্তা শুকনা খাবার প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান ইসহাক জানান, এ ঘটনায় কারও কোনো আপত্তি না থাকায় শনিবার সকালে বৃদ্ধা মমতাজ বেগমের মরদেহ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন