- সারাদেশ
- করিম উদ্দিন ভরসা মারা গেছেন
করিম উদ্দিন ভরসা মারা গেছেন

করিম উদ্দিন ভরসা
রংপুরের শিল্পপতি, সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা আর নেই। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রীসহ ১০ ছেলে, ৬ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
করিম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা। রোববার বিকেলে তার জানাজা হারাগাছ সারাই জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
করিম উদ্দিন ভরসা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছেলে-মেয়েদের মধ্যে চরম বিরোধ ছিল। তাকে নিয়ে সন্তানদের দু'টি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মন্তব্য করুন