নওগাঁর রাণীনগর উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম কবীর (৬২) নিজ বাসার তৃতীয় তলার ছাদ থেকে পরে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

কাজী গোলাম কবীর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত কাজী কাশেম আলীর ছেলে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য গোলাম কবীরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম কবীরের বড় মেয়ে কাজী কেয়া আক্তার জানান, শ্রমিক নিয়ে তার বাবা বাসার তিন তলার ছাদে কাজ করছিলেন। দুপুর আড়াইটা নাগাদ শ্রমিকরা নেমে আসার কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ করেই পড়ে যান। তাকে উদ্ধার রাণীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোনো কারনে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য বিকেলে তার লাশ উদ্ধার করা হয়েছে।