- সারাদেশ
- রায়পুরায় আ'লীগ নেতা রিয়াজুল কবীরের সেলাই মেশিন বিতরণ
রায়পুরায় আ'লীগ নেতা রিয়াজুল কবীরের সেলাই মেশিন বিতরণ

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. এবি এম রিয়াজুল কবির কাওছারের ব্যক্তিগত অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার রায়পুরা বাসস্ট্যান্ড এলাকার বটতলায় ৩০ জন সুবিধা ভোগীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল কবীর রায়পুরাবাসীর উন্নয়নে আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন