- সারাদেশ
- পুলিশের প্রশিক্ষণে ছোড়া টিয়ার শেল পড়ল আবাসিক এলাকায়
পুলিশের প্রশিক্ষণে ছোড়া টিয়ার শেল পড়ল আবাসিক এলাকায়

ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর দামপাড়ায় পুলিশের ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া একটি টিয়ার শেল কুসুমবাগ আবাসিক এলাকায় একটি ভবনের এসে পড়েছে। এতে প্রচণ্ড ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধে এলাকার বাসিন্দাদের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক সৃষ্টি হয়। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
শনিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে ছোড়া টিয়ার শেলটি পার্শ্ববর্তী লালখান বাজার ওয়ার্ডের একটি আবাসিক এলাকায় এসে পড়ে।
সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, পুলিশের ফায়ারিং রেঞ্জ থেকে একটি টিয়ার শেল কুসুমবাগ আবাসিকের একটি বাসায় এসে পড়ে। মুহুর্তেই টিয়ার শেলের ধোঁয়ায় সেখানে আচ্ছন্ন হয়ে যায়। আশাপাশের বাসাগুলো থেকে লোকজন বাইরে বেরিয়ে আসেন।
তিনি আরও জানান, ৬ বছর বয়সী এক শিশুসহ কয়েকজন গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য করুন