- সারাদেশ
- বরিশালে বাসদের সমাবেশে ফের বাধা দেওয়ার অভিযোগ
বরিশালে বাসদের সমাবেশে ফের বাধা দেওয়ার অভিযোগ

ছবি: সমকাল
বরিশাল নগরের খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মাসব্যাপী কর্মসূচিতে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১টার দিকে নগরীর সাগরদীবাজার এলাকায় মানববন্ধন ও সমাবেশের শুরুতে স্থানীয় কিছু যুবক ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন বাসদ নেতারা। ওই যুবকরা বাসদের নেতাকর্মীদের গালাগালও করে। গত সপ্তাহে শুরু হওয়া এ কর্মসূচির প্রথম দিনে বিসিক শিল্পনগরী এলাকায় মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরের অধিকাংশ সড়ক এখন চলাচলের অনুপযোগী। নগরের ২২টি খালের সবই দখল-দূষণে প্রায় অস্তিত্বহীন। ফলে সামান্য বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জনদুর্ভোগ লাঘবে সড়ক ও খাল সংস্কারের দাবিতে মাসব্যাপী নগরের ৩০টি ওয়ার্ডে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বাসদ। তাঁর দাবি, বাসদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিচ্ছেন। ব্যানার কেড়ে নেওয়া, গালাগাল এবং হুমকি দেওয়া হচ্ছে।
শনিবার সাগরদীবাজার ও সিঅ্যান্ডবি পুল এলাকায় পৃথক মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের ২৩ নম্বর ওয়ার্ড শাখার সংগঠক মানিক হাওলাদার। বক্তব্য দেন শ্রমিক ফ্রন্টের জেলা সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য অদিতি ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন