- সারাদেশ
- আ'লীগের সম্মেলনে নেতারা বললেন, ‘সাংবাদিক লাগবে না, তোমরা চলে যাও’
আ'লীগের সম্মেলনে নেতারা বললেন, ‘সাংবাদিক লাগবে না, তোমরা চলে যাও’

ছবি: সমকাল
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা জানান, সম্মেলনে বক্তব্য চলাকালে আকস্মিক উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাউন্সিলর লিটন আব্বাসী ও ভাওরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব মিয়াসহ কয়েকজন উত্তেজিত হয়ে বলেন, ‘সাংবাদিক লাগবে না, তোমরা চলে যাও।’ পরে স্থানীয় সাংবাদিকরা সম্মেলনস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মঞ্চে ছিলাম। এর বিচার পরে হবে। আপনারা আবার আসেন।’
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার বলেন, ‘সাংবাদিকদের বের করা হয়নি। যাঁরা মোবাইলে ভিডিও করছিলেন তাঁদের বের করা হয়েছে।’
এ বিষয়ে মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি বলেন, ‘সম্মেলনের আয়োজকরা সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র দেননি। তাই স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিক কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে সাংবাদিকদের চলে যেতে বলেন।’
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোশন আলী মাস্টার, সঞ্চালনা করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লা মিয়া রতন সিকদার।
মন্তব্য করুন