ঘোষণা দিয়েও শনিবার সুধী সমাবেশ করতে পারেনি নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার ঘটনায় বন্ধ কলেজ রোববার খোলার কথা থাকলেও তা ঝুলে গেছে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী বলেন, সুধী সমাবেশ করা সম্ভব হয়নি। কলেজ খোলার বিষয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষক হেনস্তা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি মাহামুদুর রহমান জানান, অধ্যক্ষ স্বপন কুমারসহ শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মির্জাপুর কলেজের ছাত্র রায়হান শেখকে শনিবার আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। রোববার আমলি আদালতে আবেদনের ওপর শুনানি হবে।

গত ১৮ জুন ফেসবুকে মহানবী (সা.)-কে অবমাননার ঘটনায় অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কলেজে জুতার মালা গলায় পরিয়ে পুলিশের সামনে লাঞ্ছিত করা হয়। এরপর কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কলেজের দুই শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।