- সারাদেশ
- গণপরিবহন শতভাগ ধূমপানমুক্ত করার দাবিতে সমুদ্র সৈকতে র্যালি
গণপরিবহন শতভাগ ধূমপানমুক্ত করার দাবিতে সমুদ্র সৈকতে র্যালি

ছবি: সমকাল
সব পাবলিক প্লেস এবং গণপরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ শনিবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী আয়োজিত এসডিজি ইয়ুথ সামিটের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) আয়োজনে সহযোগিতা দেয়। শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক তরুণ র্যালিতে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তৃতায় এসময় বলা হয়, পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। আচ্ছাদিত কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্ত বয়স্ক ৮১ লাখ এবং ২ কোটি ৫০ লাখ প্রাপ্ত বয়স্ক গণপরিবহনে যাতায়াতে পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়া ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় ৯৫ শতাংশের মুখের লালাতে উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে, যা মূলত পরোক্ষ ধূমপানের ফল।
আরও বলা হয়, প্রতি বছর ৬১ হাজার শিশু পরোক্ষ ধূমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে। তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় সব পাবলিক প্লেস এবং গণ পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুযোগ না থাকায় পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে জনস্বাস্থ্য সুরক্ষা সম্ভব হচ্ছে না।
মন্তব্য করুন