কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যার অভিযোগে মো. মামুন (৩০) নামের এক ভাগ্নেকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত মো. মামুনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম রেকসানা আক্তার (৩০)। সে হারুয়া কলেজ রোড এলাকার মো. তাইজুলের স্ত্রী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে জব্দ করা হয়।

পারিবারিক কোন বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।