- সারাদেশ
- স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

শ্রীপুরে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী আফরিনা সুলতানাকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে রেখে স্বামী শাহীন আলম পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আফরিন আত্মহত্যা করেছে দাবি করে কৌশলে সরে যান তিনি।
শনিবার রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
আফরিনা সুলতানা নেত্রকোনা সদরের ঠাকুরকোনা গ্রামের মৃত রহমত আলীর মেয়ে। গাজীপুরের শ্রীপুরে নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি।
জানা যায়, নেত্রকোনার আটপাড়া উপজেলার কামতলা গ্রামের গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহীন আলমের সঙ্গে আফরিনের বিয়ে হয় তিন মাস আগে। শাহীনও একই উপজেলায় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন।
নিহতের ভাই খায়রুল জানান, বিয়ের এক সপ্তাহ পর থেকে স্বামীসহ সবাই তার বোনের সঙ্গে ঝগড়া বিবাদ করতেন। পারিবারিক কলহের জের ধরে তার বোনকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে শাহীন পালিয়ে গেছে।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমাউল হুসনা বলেন, কয়েকজন অজ্ঞান লোক ওই নারীর মরদেহ রেখে পালিয়ে যান। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন