- সারাদেশ
- দিনাজপুরের লোহার খনির সমীক্ষায় চুক্তি সই
দিনাজপুরের লোহার খনির সমীক্ষায় চুক্তি সই

দিনাজপুরের হাকিমহাটের আলীহাট লোহার খনির প্রকৃত অবস্থা জানতে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই প্রাথমিক সমীক্ষার জন্য জার্মান কোম্পানি ডিএমটি কনসাল্টিংয়ের সঙ্গে সোমবার চুক্তি সই করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি (বিসিএমসিএল)। সমীক্ষার ফল ইতিবাচক হলে পরবর্তীতে খনির উন্নয়নের জন্য বিশদ সমীক্ষা চালানো হবে।
প্রিলিমিনারি স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন ওর ডিপোজিট শীর্ষক চুক্তিতে সই করেন বড়পুকুরিয়া কোল মাইনিংয়ের কোম্পানি সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং ডিএমটি কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ভেসিলিস রোবস।
রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি) এই লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনি আবিস্কার করে। প্রাথমিকভাবে পাঁচ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন লোহার আকরিক মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। খনির গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। শিলা স্তরে লৌহ আকরিকের পরিমাণ প্রায় ৫০ শতাংশ। এই শিলা স্তরগুলোর গড় পুরুত্ব ৬৮ মিটার। পরবর্তীতে এই খনির সম ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বিসিএমসিএলকে প্রদান করা হয়। এর প্রেক্ষিতে বিসিএমসিএল ৬ বর্গ কিলোমিটার এলাকায় একটি প্রাথমিক সমীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে। সমীক্ষায় লোহার আকরিকের মজুদ যথেষ্ট পাওয়া গেলে খনি উন্নয়নের জন্য সার্বিক জরিপ চালানো হবে।
মন্তব্য করুন