প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও অশালীন বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে। চাঁদের এই বক্তব্য প্রচারের অভিযোগে মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদী হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি জানান, আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম আসামিদের আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর বাঘা উপজেলার বারশতদিয়াড় হাবিবুরের মোড়ে বিএনপির এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্নীল বক্তব্য দেন। এই বক্তব্য প্রচারের পর আওয়ামী লীগ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ দাবি করেন, কয়েক মাস আগে শাহরিয়ার আলম প্রকাশ্যে বক্তব্যে আমার হাত-পা ভেঙে ফেলার ঘোষণা দেয়। আমি দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ছিলাম। উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমারও কিছু লোকজন আছে। জনপ্রিয়তা আছে। আমার বক্তব্য ছিল রাজনৈতিক। এটা গোপন কিছু নয়। এটা নিয়ে মামলা হবে, এমনটা আশা করিনি।