- সারাদেশ
- দৌলতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
দৌলতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মিরাজ মিয়াকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন।
নিহত ফিরোজা আক্তার (২২) মানিকগঞ্জের দৌলতপুরের ভাঙ্গা রামচন্দ্রপুর এলাকার শামসুল দর্জির মেয়ে এবং সাজাপ্রাপ্ত আসামি মিরাজ মিয়া টাঙ্গাইলের নাগরপুরের লক্ষীদিয়া এলাকার বাতেন মাস্টারের ছেলে।
জানা যায়, ২০১৬ সালের ১৯ মার্চ রাত দেড়টার দিকে স্ত্রী ফিরোজা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানের নিচে ফেলে এসে স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে শ্বশুরবাড়ির লোকজনকে জানান স্বামী মিরাজ মিয়া। এরপর বাড়ির উঠানের লাউগাছের জাংলার নিচ থেকে ফিরোজা আক্তারের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় পরদিন সকালে নিহতের বাবা শামসুল দর্জি বাদী হয়ে মিরাজ মিয়াকে প্রধান আসামি করে তিনজনের নামে দৌলতপুর থানায় মামলা করেন।
২০১৬ সালের ২৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তালেব আসামি মিরাজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারিক আদালতে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মিরাজ মিয়াকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালতের পিপি মথুরনাথ সরকার সমকালকে বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন