নিজেকে সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার মতো রাজনৈতিক নেতারা বক্তব্য দেন, বাংলাদেশও শ্রীলঙ্কার মতো হবে। এতে আমার কষ্ট হয়। এতে আপনি খুশি হচ্ছেন কেন? আপনারও তো কষ্ট পাওয়ার কথা। দেশ থাকলে আমরা থাকব। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে জেলা পুলিশিংয়ের সভাপতি প্রবীর সাহার সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, লেডিস ক্লাবের সভাপতি সালমা ওসমান লিপি, বিসিবির পরিচালক (মিডিয়া) তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জের পিপি মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য চন্দন শীল, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে কেন জানি নেগেটিভলি উপস্থাপন করা হয়। এটি কারা করে, কোন স্বার্থে এসব করা হয়? তা জানি না। নারায়ণগঞ্জ বাংলাদেশকে সার্ভ করে। নারায়ণগঞ্জে যে কাজগুলো হচ্ছে, কিংবা হবে, তা আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টির নয়, আমরা সবাই এগুলো উপভোগ করব। আমি বিশ্বাস করি, ভালো কাজ করতে ভালো মানুষ দরকার।

তিনি বলেন, রেমিট্যান্স আমাদের মূল হাতিয়ার। এই রেমিট্যান্স যোদ্ধারা বিদেশের মাটিতে প্রখর রৌদ্রে শরীর পুড়িয়ে দেশে টাকা পাঠান। কিন্তু তারা যখন দেশে ফেরেন, তখন এয়ারপোর্টে তাদের সঙ্গে খুব বাজে আচরণ করা হয়। তাদের লাগেজ কেটে মালামাল চুরি করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি আমি সংসদ সবার নজরে আনব।