- সারাদেশ
- ফরিদপুরে শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ, সম্পাদক শাহজাহান
ফরিদপুরে শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ, সম্পাদক শাহজাহান

এ. কে. এম ইউসুফ আলীকে সভাপতি এবং শাহ মো. শাহজাহান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বৃহস্পতিবার স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে এ. কে. এম ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষক নেতা রমেন্দ্র নাথ রায় কর্মকার, প্রথম আলোর সাংবাদিক পান্না বালা ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।
সভায় বক্তারা সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা চালু ও শিক্ষকদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহ ও লাঞ্চনা ও হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন