- সারাদেশ
- এমপি জাফরের স্ত্রীর সম্পদ অনুসন্ধান করছে দুদক
এমপি জাফরের স্ত্রীর সম্পদ অনুসন্ধান করছে দুদক

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম এবং তার স্ত্রী শাহেদা বেগম
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহেদার বিরুদ্ধে সরকারি জমি ও জলমহাল দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকার আয়ের অভিযোগ পেয়ে দুদক এ অনুসন্ধান শুরু করেছে।
এদিকে এমপির স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হওয়া সংক্রান্ত অফিস আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চলছে।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে এমপির স্ত্রী চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহেদা বেগম দাবি করেন, এসব অভিযোগ সম্পূূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ সম্পৃক্ত নেই। তবে দুদকে এসব অভিযোগ করার পেছনে সরকারের একজন অবসরপ্রাপ্ত প্রভাবশালী আমলা ও জেলা আওয়ামী লীগের একজন বড় নেতার ইন্ধন রয়েছে।
মন্তব্য করুন