- সারাদেশ
- পাংশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পাংশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতীকী ছবি
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ইউসুফ প্রামাণিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের দুই যাত্রী।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ডের অদূরে ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি সুগন্ধা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
নিহত ইউসুফ ফরিদপুর কোতোয়ালী থানার গোয়ালচামট এলাকার হানিফ প্রামাণিকের ছেলে।
পাংশা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস-ট্রাক দুটিই হেফাজতে নিয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন