করোনা পরিস্থিতি ও লোকসানের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় নগর পরিবহন বাস চালু হয়েছিল গত ১ আগস্ট সোমবার। কিন্তু দেশে হঠাৎ জ্বালানি তেলের দামবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডায় আজ শনিবার থেকে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফুলতলা বাসস্ট্যান্ড থেকে নগরীর রূপসা ঘাট পর্যন্ত চলাচল করা এই রুটের পাঁচটি বাস শনিবার ভোর থেকে বন্ধ রাখা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান।

মোল্লা মুজিবর রহমান বলেন, ভোরে বাস এক ট্রিপ দেওয়ার সময় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর তেকে বাস বন্ধ রাখা হয়েছে।

এদিকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি চট্টগ্রাম বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। খুলনা থেকে বিভিন্ন উপজেলা ও জেলায় চলাচলরত বাসের সংখ্যা কমে গেছে।

অপরদিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পাইকগাছা উপজেলা পর্যন্ত আগে বাসভাড়া ছিল ১১৫ টাকা, আজ সকাল থেকে তা বৃদ্ধি করে ১৫০ টাকা করেছেন বাস মালিক-শ্রমিকরা। হঠাৎ করে ৩৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সঙ্গে পরিবহন চালক ও শ্রমিকদের বাগবিতণ্ডা হচ্ছে। একই চিত্র খুলনা থেকে দেশের অন্যান্য সব রুটের বাস চলাচলের ক্ষেত্রেও।

সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যশোর, কুষ্টিয়া ও ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচলের সংখ্যা কমে গেছে। তবে সিএনজি ও মাহিন্দ্র’র ভাড়া এখনও বৃদ্ধি হয়নি।

এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণপরিবহন ও মোটরসাইকেল চালকরা। সাধারণ মানুষ বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। অনেকে পথে বসবেন।