- সারাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
শনিবার বিকেলে নগরীর রেল স্টেশনের সামনে সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলো মোড় ও পিকচার প্যালেস মোড় হয়ে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এর আগে কখনও একবারে জ্বালানি তেলের মূল্য এতো বৃদ্ধি পায়নি। এর ফলে পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনেক বেড়ে যাবে। স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়বে।
মন্তব্য করুন