স্বরূপকাঠিতে পানির ড্রামের ভেতর থেকে ৩৩ দিনের শিশু সুবল দেবনাথের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্বশিদ অশ্বত্থকাঠী গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের সুকান্ত দেবনাথ ও নমিতা দেবনাথের সন্তান।

নমিতা দেবনাথের ভাষ্য, সকাল ১০টার দিকে সুবলকে রেখে খালে পানি আনতে যান তিনি। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের বারান্দায় পানির ড্রামের মধ্যে সুবলের সন্ধান পান।

থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, আধা ড্রাম পানির মধ্যে শিশুটিকে পাওয়া যায়। কেউ না কেউ তাকে সেখানে ফেলেছে। অপমৃত্যু মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।