- সারাদেশ
- বিয়ের দেড় মাসেই লাশ হলেন বৃষ্টি
বিয়ের দেড় মাসেই লাশ হলেন বৃষ্টি

ফাতেমা আক্তার বৃষ্টির আগের ছবি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফাতেমা আক্তার বৃষ্টি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার রাজা চাপিতলা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টির পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজা চাপিতলা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে খাইরুল ইসলাম বাবুর (২৫) সঙ্গে দেড় মাস আগে পশ্চিম সোনাউল্লাহ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে বৃষ্টির বিয়ে হয়। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য বৃষ্টিকে প্রায়ই নির্যাতন করত।
নিহতের বাবা ফরিদ মিয়ার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা ও পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ পাননি। বৃষ্টির শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ছেলের বাবা হুমায়ুন কবীরের দাবি, বৃষ্টি আত্মহত্যা করেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বৃষ্টির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন