- সারাদেশ
- হাঁসের খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বৃদ্ধের
হাঁসের খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একটি হাঁসের খামারের বৈদুতিক ফাঁদে ইমান আলী বিদ্যুতায়িত হন। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সাতুয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ইমান আলী সাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহততের পরিবারের সদস্যরা জানায়, সকালে উপজেলার ইটালি ইউনিয়নের সাতুয়া গ্রামের ইমান আলী একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় খামারের বৈদ্যুতিক ফাঁদের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সিংড়া থানার ওসি নুর এ আলম জানান, এ বিষয়ে কেউ থানাকে অবগত বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন