নেত্রকোনার বারহাট্টায় হাঁড়িপাতিল বিক্রেতার ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে এ ঘটনার পর হাঁড়িপাতিল বিক্রেতা হয়েও কবিরাজ বনে যাওয়া মান্নান মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। নবজাতকটি বারহাট্টা সদর ইউনিয়নের বিক্রমশ্রী নয়াপাড়া গ্রামের রবিন মিয়ার ছেলে। এ ঘটনায় রবিন মিয়া মামলা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামের আবদুল জব্বারের ছেলে মান্নান মিয়া। তিনি দীর্ঘদিন উপজেলা সদরের আসমা বাজারে হাঁড়িপাতিলের ব্যবসার পাশাপাশি ডাক্তারি ও কবিরাজি চিকিৎসা করেন। অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধও বিক্রি করতেন। তবে তাঁর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই।

গত শনিবার সকালে নবজাতকটির জ্বর দেখা দিলে মা অজুপা আক্তার মান্নান মিয়ার কাছে যান। তিনি শিশুটিকে খাওয়ানোর জন্য ওষুধ দেন। সেটি খাওয়ানোর পর দুপুরে নবজাতকটির মারাত্মক খিঁচুনি শুরু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১০টার দিকে নবজাতকটি মারা যায়।

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, মান্নান মিয়ার ওষুধ বিক্রির কোনো লাইসেন্স নেই। কয়েক বছর আগে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ওষুধ বিক্রি করতে নিষেধ করা হয়। কয়েক দিন বন্ধ রাখার পর ফের ওষুধ বিক্রি শুরু করেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, শিশুটি মারা যাওয়ার খবর পেয়ে মান্নান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।