সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  বুধবার ভোরে স্থানীয় বুড়িকিয়ারি বিলে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নুসরাত ফেরদৌস রিমু উপজেলার ছত্তিশ গ্রামের সেজু মিয়ার মেয়ে । সে স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে উপজেলা সদরের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার পথে ১৪/১৫ জন ছাত্রী বহনকারী নৌকাটি বুড়িকিয়ারি বিলে ইসলামপুর গ্রামের কাছে তীরে ভিড়ার মুহুর্তে ছিদ্র দিয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের উদ্ধার করে। এ সময় ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেয়ার পথে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মারজানা (১৮) টিনা বেগম (১৫) নামে আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।  তাদেরকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের কাছে আবেদনের মাধ্যমে মারা যাওয়া ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।