ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নুরের গ্রেপ্তার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

নুরের গ্রেপ্তার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ০৮:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ০৮:০৪

গণ অধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যে সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাকসুদ হাওলাদার।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, 'গণভবন ও বঙ্গভবন দখল করার হুমকি দিয়ে  নুরুল হক নুর দেশের প্রচলিত আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচিত সরকার ও রাষ্ট্র প্রধানের সরকারি বাসভবনে হামলার হুমকি দিয়ে নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে। একটি দেশের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এধরণের উস্কানিমূলক বক্তব্য সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরীর নতুন ষড়যন্ত্র। নুরুল হক নুর ও রেজা কিবরিয়াকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র জাতির সামনে উন্মোচিত হবে। ভুঁইফোঁড় সংগঠন গণ অধিকার পরিষদের নামে বিভিন্ন ফেসবুক পেজে বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে চাঁদাবাজি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করাই এদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ সাময়িক সমস্যায় পড়েছে। বাংলাদেশ খুব শীঘ্রই এই সাময়িক সমস্যা কেটে উঠবে। সেই সাময়িক সংকটকে পুঁজি করে যারা গুজব ছড়িয়ে দেশে ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের এদেশে থাকার কোন নৈতিক অধিকার নেই।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নলেন, 'রাজাকারের বাচ্চাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এদের বিষদাঁত উপড়ে ফেলবে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাকিস্তানের দালাল নুরুল হক নুরের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে এদের সবাইকে ধরে ধরে পাকিস্তানে পাঠাতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। এধরনের রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়ার পরেও নুরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? দেশের সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার অপরাধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নুরুল হক নুর জাতির নিকট নিঃশর্ত ক্ষমা না চাইলে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।'

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, 'বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। নুর তুমি সাবধান হয়ে যাও। বীর মুক্তিযোদ্ধারা রাস্তায় নামলে তুমি পালানোর পথ খুঁজে পাবেনা।'

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, 'নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছিল। ধান্দাবাজি করাই এদের মূল উদ্দেশ্য। সাধারণ শিক্ষার্থীরা নুর গংদের ঘৃণার চোখে দেখে।'

আরও পড়ুন

×