চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় চার কোটি ৪০ লাখ টাকা। আটক জিয়ারুল সরাসরি ভারত থেকে নিজেই হেরোইন এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে দাবি র‌্যাবের।

শনিবার দুপুরে র‍্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে- সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি জেলেপাড়া এলাকায় হেরোইনের একটি বড় চালান আসবে। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অবস্থান নেয়। শুক্রবার রাত তিনটার দিকে হেরোইন দেশে প্রবেশের পর তা মজুদের জন্য জিয়ারুল নিজ বাড়িতে রাখলে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারসহ জিয়ারুলকে আটক করে। তবে এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জিয়ারুলের এক সহযোগী পালিয়ে যায়।

র‍্যাবের অধিনায়ক আরও জানান, আটক জিয়ারুল কয়েক বছর ধরে কৃষিকাজের আড়ালে হেরোইন মজুদ করে তা দেশব্যাপী সরবরাহ করছিলেন।