- সারাদেশ
- খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত
খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ৮টি গরুও মারা গেছে।
শনিবার সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক শাহীনুর রহমান যশোর জেলার কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, গরুবোঝাই একটি ট্রাক সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক শাহীনুর নিহত হন। এ ছাড়া ট্রাকে থাকা ৮টি গরু মারা যায়। পরে ফায়ার সার্ভিস, ডুমুরিয়া থানা পুলিশ ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কর্যক্রম চালায়।
তিনি জানান, এ ঘটনায় বাস চালকসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ট্রাক চালকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন