- সারাদেশ
- ফরিদপুরে জন্মাষ্টমী উদযাপন
ফরিদপুরে জন্মাষ্টমী উদযাপন

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গীতিনাট্য পরিবেশন করা হয় । এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয় হতে একটা বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
সভায় আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, ফরিদপুর ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাশ ব্রহ্মচারী, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবানন্দ মহারাজ, ফরিদপুর সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর ও ফরিদপুর শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতুল সরকার বলেন, অবতার হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। ব্রতী হন অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায়। দুষ্টের দমন করতে একইভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন, সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন- এটাই সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস।
জেলা প্রশাসক আরও বলেন, জন্মাষ্টমী ব্রত (উপবাস) পালনে সমস্ত পাপমোচন ও পূণ্যলাভ হয়। যারা নিয়মিত এ ব্রত পালন করেন, তাদের সৌভাগ্য, আরোগ্য ও সন্তান লাভ হয়। এছাড়া পরকালে স্বর্গপ্রাপ্তি নিশ্চিত হয়।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ এবং শেষ পর্বে গীতি নাট্য অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন