চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনে আইনজীবীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্ত ক্যামেরাগুলো মেরামত এবং পুরোনো জরাজীর্ণ তারগুলো পরিবর্তনের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধা দেওয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, পরীর পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা মেরামত ও স্থাপন করতে গেলে ৫-৭ জন আইনজীবী এতে বাধা দেন। তবে এরপর প্রস্তুতি নিয়ে আমরা সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করব।

পরীর পাহাড়ে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আদালত প্রাঙ্গণে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য সেবা এবং বিচারপ্রার্থী। পাশাপাশি পরীর পাহাড়ে আনাগোনা রয়েছে চোর, ছিনতাইকারী ও দালালের। এখানে সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার স্বার্থে এবং সেবাপ্রার্থীদের সেবা প্রদান সুষ্ঠু ও নিরাপদ করার জন্য ১৪৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।

তাতেও থেমে নেই দুর্বৃত্তরা, কয়েকটি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করেছে তারা। সর্বশেষ গত ১৭ আগস্ট সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সংবাদকর্মী। আইনজীবীরা তাদের মারধর করেন, যা জেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।