সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। একই সঙ্গে হামলায় নিহত নরেন্দ্র মুন্ডা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের নেতৃত্বে ঢাকা থেকে আগত একটি প্রতিনিধিদল ঘটনাস্থল উপজেলার সুন্দরবনসংলগ্ন ধুমঘাট এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এ সময় এ দাবি তোলেন ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৯ আগস্ট ধুমঘাটে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলা ছিল বর্বরোচিত ও পরিকল্পিত। আদিবাসীদের সম্পত্তি হস্তান্তরযোগ্য না হলেও একটি প্রভাবশালী মহল নানা কৌশলে তা দখল করছে। হামলার ঘটনায় মাত্র চারজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা মুক্ত আকাশে ঘুরছে। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। হামলাকারীরা বাইরে থাকায় মুন্ডারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরিন, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, এএলআরডির প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।