ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ আরও দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

মৃতরা হলেন- কলেজছাত্র সাহাদাৎ হোসেন ও তার নানি বেগমী আক্তার। সাহাদাৎ রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। এর আগে আহত শিশু মারিয়া ওরফে মরিয়ম মারা যায়। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।

অগ্নিকাণ্ডে সাহাদাতের শরীরের ৫২ শতাংশ এবং বেগমী আক্তারের শরীরের ২৩ শতাংশ পুড়ে যায়। দগ্ধ সোনিয়া আক্তার, ইয়াছিন ও ইদুনী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাই মালোপাড়া এলাকায় গ্যাস লিকেজ হয়ে আগুন লেগে একই পরিবারের শিশুসহ ছয়জন গুরুতর দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।