গোপালগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তৈলাক্ত কলা গাছ বেয়ে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন অনিক পান্ডে।

শুক্রবার বিকেল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর বিতরণ করা হয় পুরষ্কার।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কালিকাবাড়ি দুর্গা মন্দির চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার শুরুর আগে বিশাল আকৃতির ৩টি কলাগাছে ভালোভাবে সরিষার তেল মাখা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। এতে অংশ নেন ৩০ জন। 

প্রতিযোগিতায় অনিক পান্ডে চ্যাম্পিয়ন হন।  অংকন পান্ডে ও হরিচাঁদ পান্ডে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হন।

হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, আওয়ামী লীগ নেতা অরুন পান্ডে, হেল্প লাইন সোসাইটির সাধারণ সম্পাদক চিন্ময় পান্ডে উপস্থিত ছিলেন।

অনিক পান্ডে বলেন, একবার না পারিলে দেখ শত বার। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওই কবিতার লাইন বারবার মনে আসছিল। কারণ তৈলাক্ত কলা গাছ বেয়ে উঠা সহজ কাজ হয়। উপরে উঠতে গিয়ে বারবার পিছলে পড়েছি। তারপরও শত চেষ্টায় সফল হয়েছি। চেষ্টা করলে যে, সফল হওয়া যায় এই প্রতিযোগিতাটি তার উৎকৃষ্ট উদাহরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রতিযোগিতা করেই লক্ষ্যে পৌঁছাতে হয়।

বিষয় : তৈলাক্ত কলা গাছ বাজিমাত

মন্তব্য করুন