- সারাদেশ
- চকলেট দেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
চকলেট দেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

প্রতীকী ছবি
সাত বছরের এক কন্যা শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগে জিহাদুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার শিশুর বাবা।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের হাসানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে নির্যাতনের শিকার ওই শিশুর বাবার থানায় অভিযোগ করেছেন।
শিশুটির মা বলেন, বুধবার সকালে আমি রান্না করে মেয়েকে খাইয়ে উঠানে খেলতে দিয়ে বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়িতে কাজের জন্য যাই। এমন সময় প্রতিবেশী আফসার আলীর ছেলে জিহাদুল ইসলাম আমার বাড়িতে আসে। সে আমার সাত বছর বয়সি মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ির গোয়াল ঘরে নিয়ে যায়। পরে তাকে নির্যাতন করে ধর্ষণের চেষ্টা চালায়। এতে মেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। জিহাদুল পালিয়ে যায়। খবর পেয়ে আমি বাড়িতে এসে জিহাদুলের অভিভাবকদের জানাই। তারা কোনো বিচার না করায় শুক্রবার রাতে আমার স্বামী ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহযোগিতায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন।
তাড়াশ থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন