- সারাদেশ
- বগুড়ায় যুবক খুন: হত্যাকারী সন্দেহে একজনকে গণপিটুনি
বগুড়ায় যুবক খুন: হত্যাকারী সন্দেহে একজনকে গণপিটুনি

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে হত্যাকাণ্ড ঘটে।
নিহত ঝন্টু ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।
এদিকে এ ঘটনায় হত্যাকারী সন্দেহে আয়নাল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভাটকান্দি এলাকায় একটি জলাশয় থেকে শনিবার সকালে ঝন্টু মাছ ধরে। মাছ বাড়িতে রেখে এসে সকাল পৌনে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে বসে নাস্তা করছিলেন। এসময় কয়েকজন হোটেলে প্রবেশ করে ঝন্টুকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাহমুদ হাসান জানান, শজিমেক হাসপাতালে ভর্তির আগেই ঝন্টুর মৃত্যু হয়। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আয়নাল নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে শোনা যাচ্ছে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’
মন্তব্য করুন