নেত্রকোণার মদনে বজ্রপাতে ফারুক মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। ফারুক মিয়া একই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুরে ফারুক মিয়া হাওরে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির দিকে রওনা হন। পথেই বজ্রপাত হলে  ঘটনাস্থলে তিনি মারা যান । পরে আশপাশের কৃষকরা তার মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফারুক মিয়া নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।