চাঁদপুরের কচুয়ায় ভাতিজার ছুরির আঘাতে ফারুক (৩৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার পশ্চিম সহদেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার সহদেবপুর আলম গাজী প্রধানীয়া বাড়ির আফিজ উদ্দিনের ছেলে।

অভিযুক্তর নাম শরীফ। তিনি একই বাড়ির নবীর হোসেনের ছেলে ও নিহতের ভাতিজা। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত শরীফ পলাতক রয়েছেন।

স্থানীয়রা ও কচুয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর শরীফ পারিবারিক কলোহের জেরে তার স্ত্রীকে মারধর করছিলেন। এ ঘটনায় তার বাবা নবীর হোসেন বাধা দিলে শরীফ তার বাবার গালে থাপ্পর দেন। এতে নবীর হোসেনের মুখ দিয়ে রক্ত বের হয়। শরীফের চাচা ফারুক এই ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার চাচাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে ফারুককে উদ্ধার করে তুলাপাই বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পরিবারের লোকজন। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফারুককে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠায় । সেখান দেখে চিকিৎসরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরমার্শ দেন। পরে ফারুককে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসাপাতালে নেওয়ার পর শনিবার সকাল ৮ টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান,ভাতিজার হাতে চাচার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত শরীফকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।