- সারাদেশ
- খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
পঞ্চগড়ের বোদায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে মাহফুজুর রহমান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজ ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাহফুজুর প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশেই খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে শিশুটি পানিতে পড়ে যায়। এর প্রায় দুই ঘন্টা পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে প্রতিবেশি এবং পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে। এরপর দ্রুত শিশুটিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বপন কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ বলেন, পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন