সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী -স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশা সিএনজি চালক গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত হলেও পিকআপ চালক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টায় উপজেলার রানাপিং ফাজিলপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান- সমকাল

নিহতরা হলেন-  বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি (চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত) সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)।  ইউনুস মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই থেকে একটি সিএনজিটি সিলেট অভিমুখে যাচ্ছিল। পথে যানটি রানাপিং ফাজিলপুর এলাকায় পৌঁছলে সিলেট থেকে চারখাইগামী মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে যানগুলো খাদে পড়ে যায়। এতে লুৎফুর রহমান, তার স্ত্রী জেলি বেগম ও ইউনুস মিয়া ঘটনাস্থলে নিহত হন। এদের মধ্যে লুৎফুর রহমান ও তার স্ত্রী মেয়ের বাড়ি সিলেটের বরইকান্দি যাচ্ছিলেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলো উদ্ধার করে। সিলেট থেকে ক্রেন এনে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে।