- সারাদেশ
- জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধর, ছেলে গ্রেপ্তার
জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধর, ছেলে গ্রেপ্তার

জমি লিখে না দেওয়ায় লাঠি দিয়ে বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেছে তারই আপন ছেলে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত আব্দুল মান্নানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন ধরেই বাবা ছেলের মধ্য বিরোধ চলে আসছিল। পরে ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। বাবাকে মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মান্নান একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার পায়ে মারধর করছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে বিষয়টি ব্রাহ্মণবাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহারের নজরে আসে। পরে ওই রাতেই ওই বৃদ্ধের ছেলে অভিযুক্ত আব্দুল মান্নানকে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার বলেন, বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন