- সারাদেশ
- খানসামায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ
খানসামায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছবি: সমকাল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে যায়। শনিবার সন্ধ্যায় উপজেলার পাকেরহাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম হত্যার প্রতিবাদে খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বাইপাস চৌধুরীর চাতালে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে সমাবেশ চলছিল। এক পর্যায়ে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও মারামারি শুরু হয়। এতে ছাত্রদল ও বিএনপির একাধিক কর্মী আহত হন। পরে সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় মঞ্চে ওঠা নিয়ে মারামারির এক পর্যায়ে আখতারুজ্জামান মিয়ার গাড়ি থেকে প্লাস্টিকের পাইপ নিয়ে তার সমর্থক ও হাফিজ গ্রুপের সমর্থকদের লাঠি নিয়ে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে ছাত্রদল ও বিএনপির একাধিক কর্মী আহত হন। পরে সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখতারুজ্জামান মিয়া ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সদস্য শফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য করুন